ছয় বলে ছয় ছক্কা হাকিয়ে রেকর্ড কিউই ব্যাটসম্যানের

ফের এক ওভারে ছয় ছক্কা। তাও আবার টি-টোয়েন্টি ক্রিকেটে। ২০০৭ সালে টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথমবার এক ওভারে ছয় ছক্কা হাঁকানোর রেকর্ড গড়েছিলেন ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং। এবার নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে এক ওভারে ছয় ছক্কা মারার রেকর্ড গড়লেন লিও কার্টার। টি-টোয়েন্টি ক্রিকেটে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে এমন রেকর্ড গড়লেন তিনি।
ক্রিকেট ইতিহাসে সর্বপ্রথম এক ওভারে ৬টি ছক্কা হাঁকান ক্যারিবিয়ান কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স। ১৯৬৮ সালে। এরপর ১৯৮৫ সালে ঘরোয়া ক্রিকেটে ভারতের বর্তমান ক্রিকেট কোচ রবি শাস্ত্রী ছয় ছক্কা মেরেছিলেন। ২০০৭ বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ছয় ছক্কা মেরেছিলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান হার্শেল গিবস। টানা ছয় বলে ছয় ছক্কা হাঁকানোর কীর্তি রয়েছে ক্রিস গেইল, অ্যালেক্স হেলসেরও।
এদিন নর্দান ডিস্ট্রিক্টস টসে জিতে আগে ব্যাট করে ৭ উইকেটে ২১৯ রান তোলে। ক্যান্টারবুরি ব্যাট করতে নেমে ১৫ ওভার শেষে তুলেছিল ১৫৬/৩। তখনও জয়ের জন্য তাদের ছয় ৬৪ রান দরকার ছিল। ১৬তম ওভারে অ্যান্ট ডেভসিচকে ছটি ছক্কা মারেন কার্টার। ২৯ বলে ৭০ রান করেন তিনি। দলকেও জিতিয়ে দেন।