অধিনায়ক হিসাবে কোহলির বিরল রেকর্ড

মাঠে নেমে রেকর্ড গড়াটা যেন অভ্যেসে পরিণত করেছে ফেলেছেন বিরাট কোহলি৷ শুক্রবার শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজের শেষে ম্যাচেও বিরল নজির গড়েন ভারতীয় অধিনায়ক কোহলি৷ বিশ্বের মধ্যে ক্যাপ্টেন হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ১১ হাজার রানের মাইলস্টোন ছুঁয়েছেন ভারত অধিনায়ক৷
এর পরে রয়েছেন বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া ও ভারত অধিনায়ক৷ প্রাক্তন অজি অধিনায়ক অ্যালান বর্ডার এই মাইলস্টোন ছুঁয়েছিলেন ৩১৬টি ইনিংসে৷ আর প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি আন্তর্জাতিক ক্রিকেটে ক্যাপ্টেন হিসেবে ১১ হাজার রানের গণ্ডি টপকাতে নিয়েছিলেন ৩২৪ ইনিংস৷
শুক্রবার পুনেতে শ্রীলঙ্কাকে তৃতীয় ম্যাচে ৭৮ রান হারিয়ে তিন ম্যাচের টি-২০ সিরিজ পকেটে পুরে নেয় ভারত৷ ইন্দোরে দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে এগিয়ে থাকায় এদিন পরীক্ষা নিরীক্ষায় গিয়েছিল ভারতীয় থিঙ্কট্যাঙ্ক৷ তাতে সফল টিম ইন্ডিয়া৷ রোহিত শর্মাকে বিশ্রাম দিয়েও হাসতে হাসতে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজ জিতে নিল বিরাটবাহিনী৷ ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং তিন বিভাগেই প্রতিপক্ষকে টেক্কা দিল ভারত৷ এদিন পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে ২০২ রান তাড়া করতে গিয়ে ১২৩ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা৷
এই ম্যাচে বিরাটের পাশাপাশি রেকর্ড গড়েন জ্যাসপ্রীত বুমরাহ৷ আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ভারতের মধ্যে সর্বাধিক উইকেটশিকারী হলেন এই ডানহাতি পেসার৷ এদিন মাত্র একটি উইকেট নেওয়ার সঙ্গে যুজবেন্দ্র চাহালকে টপকে রেকর্ড গড়েন বুমরাহ৷ লঙ্কান ওপেনার দানুশকা গুনাথিলাকার উইকেট নেন তিনি৷ সেই সঙ্গে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ৫৩টি উইকেট নিয়ে চাহালের ৫২টি উইকেটকে টপকে যান বুমরাহ৷