নতুন বছরে জয়ের দেখা পেল ম্যানইউ

অবশেষে নতুন বছরের তৃতীয় ম্যাচে জয়ের দেখা পেল ম্যানচেস্টার ইউনাইটেড। শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে নরিচ সিটিকে ৪-০ গোলে হারায় ম্যানইউ। এর আগে আর্সেনালের মাঠে ২-০ গোলে হারের তিন দিন পর এফএ কাপে উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সের মাঠে গোলশূন্য ড্র করেছিল তারা।
এদিন ম্যাচের ২৭তম মিনিটে ম্যানচেস্টার ইউনাইটেডকে এগিয়ে নেন র্যাশফোর্ড। ডান দিক থেকে হুয়ান মাতার বাড়ানো নিখুঁত এক ক্রসে টোকা দিয়ে প্রতিপক্ষের জালে বল পাঠান এই ইংলিশ ফরোয়ার্ড। বাকী সময়ে ব্যবধান দ্বিগুণ না করতে পারলেও লিড ধরে রেখে বিরতিতে যায় ম্যানইউ।
বিরতির পর ৫২তম মিনিটেই সফল স্পট কিকে দলকে আরো এগিয়ে নেন র্যাশফোর্ড। ডি-বক্সে তরুণ ফুটবলার ব্র্যান্ডন উইলিয়ামসকে গোলরক্ষক ফেলে দিলে পেনাল্টি পায় ম্যানইউ। এর দুই মিনিট পর ব্যবধান আরও বাড়ায় ম্যানচেস্টার ইউনাইটেড। হুয়ান মাতার ক্রসে হেড দিয়ে প্রতিপক্ষের জালে বল পাঠান ফরাসি ফরোয়ার্ড মার্শিয়াল।
এছাড়া ৭৬তম মিনিটে দলের হয়ে শেষ গোলটি করেন ইউনাইটেডের গ্রিনউড। বাঁ পায়ের শটে স্কোরলাইন ৪-০ করেন ১৮ বছর বয়সী এই ফরোয়ার্ড।
বাকি সময়ে আর কোনো গোল না হলে ৪-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে উলে গুনার সুলশারের দল।
এ জয়ের পর ২২ ম্যাচে ৯ জয় ও ৭ ড্রয়ে ৩৪ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছে ম্যানচেস্টার ইউনাইটেড।