জয় দিয়ে বার্সেলোনায় সেতিয়েন যুগ শুরু

জয় দিয়েই কিকে সেতিয়েন যুগ শুরু করলো বার্সেলোনা। লিওনেল মেসির একমাত্র গোলে স্প্যানিশ লা লিগায় দশজনের গ্রানাদাকে হারিয়েছে বার্সা। এ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে ব্লগ্রানরা।
আর্নেস্তো ভালভার্দেকে বরখাস্তের পর নতুন কোচের অধীনে বার্সেলোনা কেমন শুরু করে সেদিকে নজর ছিল ফুটবল ভক্তদের। ক্যাম্প ন্যুতে হতাশ হতে হয়নি সমর্থকদের। সেতিয়েনের হাত ধরে বার্সেলোনা ব্র্যান্ডের ফুটবলই উপহার দিয়েছেন আলবা-গ্রিজম্যানরা।
৮৩ শতাংশ বলের দখল রাখলেও, গোল পেতে অবশ্য বেগ পেতে হয়। ৭৬ মিনিটে অচলাবস্থা ভেঙে বার্সাকে পূর্ণ পয়েন্ট এনে দেন লিওনেল মেসি। মেসি ভাঙেন ‘ডেডলক’। মেসি গ্রিজমানকে পাস দিয়ে ঢুকে যান বক্সের ভেতরে। গ্রিজমান আবার বল বাড়ান ভিদালকে। চিলিয়ান মিডফিল্ডারের ব্যাক পাসে বল পেয়ে জালে পাঠাতে ভুল করেননি আর্জেন্টাইন তারকা। অবশ্য দুই মিনিট পর নিজের দ্বিতীয় গোল পেতে পারতেন মেসি। তবে বক্সের বাইরে থেকে তার শট ডান দিকে ঝাঁপিয়ে ফিরিয়ে দেন গ্রানাডা গোলরক্ষক।
শেষ পর্যন্ত ব্যবধান আর না বাড়লেও কোচের অভিষেক ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়তে সমস্যা হয়নি মেসি-গ্রিজমানদের।
২০ ম্যাচে বার্সা ও রিয়াল, দুই দলেরই সমান ৪৩ পয়েন্ট। তবে গোল পার্থক্যে এগিয়ে থাকায় শীর্ষে আছে বার্সা।