রকিবুলের হ্যাটট্রিকে ৮৯ রানে অলআউট স্কটল্যান্ড

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ৯ উইকেটে জিতেছিল বাংলাদেশ। আরো একটি বড় জয়ের মঞ্চ তৈরি করে ফেলেছে আকবর আলী-রকিবুল হাসানরা। আজ বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডকে ৮৯ রানে গুড়িয়ে দিয়েছে। আর সেটা সম্ভব হয়েছে স্পিনার রকিবুল হাসানের হ্যাটট্রিকি। তরুণ এই ঘূর্ণি বোলার হ্যাটট্রিকসহ ৪ উইকেট নিয়েছেন। ২টি করে উইকেট নিয়েছেন শরীফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব। ১টি করে উইকেট নিয়েছেন মৃত্যুঞ্জয় চৌধুরী ও শামীম হোসেন। জিততে বাংলাদেশকে করতে হবে ৯০ রান।
টস জিতে ব্যাট করতে নেমে ৯ রানেই প্রথম উইকেট হারায় স্কটল্যান্ড। ১১ রানে দ্বিতীয়। ১৬ রানে তৃতীয় ও ২১ রানে চতুর্থ। স্কটল্যান্ডের প্রথম চারটি উইকেট ভাগাভাগি করে নেন শরীফুল ও সাকিব। সেখান থেকে ৩১ রান তুলে দলীয় সংগ্রহকে ৫২ পর্যন্ত নিয়ে যান দানিয়েল কাইরন্স ও উজাইর শাহ। দানিয়েল কারইন্স ফেরার পর আবার দ্রুত উইকেট হারাতে থাকে স্কটল্যান্ড।
৬৭ রানের মাথায় কেস সাজ্জাদ, লিলে রবার্টসন, চার্লি পিতকে ফিরিয়ে হ্যাটট্রিক করেন রকিবুল হাসান। যা চলতি বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক। আর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে যুব বিশ্বকাপে হ্যাটট্রিক। শেষ পর্যন্ত রকিবুলের ৪ উইকেট শিকারে ৮৯ রানেই গুটিয়ে যায় স্কটল্যান্ড। রবিকুল ৫.৩ ওভার বল করে ২০ রান দিয়ে ৪টি উইকেট নেন।