তামিম-নাঈমের ব্যাটে বাংলাদেশের সংগ্রহ ১৪১

শুরুটা দারুণ করেছিলেন তামিম ইকবাল ও নাঈম হাসান। কিন্তু পরের ব্যাটসম্যানরা তা ধরে রাখতে পারেননি। ১৫ ওভার শেষে বাংলাদেশের স্কোর ছিল ৩ উইকেটে ১০০ রান। সেখান থেকে নির্ধারিত ২০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ৫ উইকেটে ১৪১ রান।
এরপর রান আউটের শিকার হন লিটন দাসও। দলীয় ৯৮ রানে শাদবের থ্রোতে আউট হয়ে ফিরতে হয় তাকে। ১৩ বলে ১২ করেন লিটন। লিটন ফেরার পরের বলেই লং-অনে ইফতিখারের হাতে ক্যাচ হন নাঈম শেখ। ৪১ বলে ৪৩ রান করেন তিনি।
সদ্য সমাপ্ত বিপিএলে দারুণ খেলেছিলেন আফিফ হোসেন। কিন্তু এই ম্যাচে ১০ বলে ৯ করে ফিরে যান তিনি। হতাশ করেছেন বিপিএলে ভালো করা সৌম্য সরকারও। ছয় নম্বর পজিশনে নেমে ৫ বলে ৭ করে আউট হন তিনি।
ইনিংস শেষে ১৪ বলে ১৯ করে অপরাজিত থাকেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ৩ বলে ৫ করে অপরাজিত থাকেন মোহাম্মদ মিথুন। পাকিস্তানের বোলারদের মধ্যে শাহীন শাহ আফ্রিদি ১টি, হারিস রউফ ১টি ও শাদব খান ১টি করে উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ ইনিংস: ১৪১/৫ (২০ ওভার)
(তামিম ৩৯, নাঈম শেখ ৪৩, লিটন ১২, রিয়াদ ১৯*, আফিফ ৯, সৌম্য ৭, মিথুন ৫*; ইমাদ ০/১৫, শাহীন আফ্রিদি ১/২৩, হাসনাইন ০/৩৬, হারিস রউফ ১/৩২, শোয়েব মালিক ০/৬, শাদব খান ১/২৬)।