সেরা ক্রীড়াবিদ রোমান সানা, বর্ষসেরা ক্রিকেটার সাকিব

বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির বর্ষসেরা ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন আর্চার রোমান সানা। সমর্থকদের ভোটে দেশ সেরা ক্রীড়াবিদ নির্বাচিত হন তিনি। এছাড়া বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন সাকিব আল হাসান আর বর্ষসেরা ফুটবলার হয়েছেন জামাল ভূঁইয়া।
উপস্থিত দর্শক-সমর্থকদের দৃষ্টি ছিল কে হচ্ছেন এবারের দেশ সেরা ক্রীড়াবিদ। মঞ্চ আলোকিত করে উপস্থিত ছিলেন দেশের বেশির ভাগ ক্রীড়াবিদ। সব কিছুর ঊর্ধ্বে আলোচনায় ছিল কে হচ্ছেন সেরাদের সেরা। কারণ গত চার বছর যাবত সেরার পুরস্কারটি জেতেন ক্রিকেটাররা।
তবে এবার সবাইকে অবাক করে দিয়ে এই পুরস্কার জেতেন আর্চারিতে এস এ গেমসে সফল রোমান সানা। তিনি পেছনে ফেলেন সাকিব আল হাসান ও জামাল ভূঁইয়াদের। পুরস্কার জেতার পর রোমান সানা বলেন, ‘এটা আমার জন্য চমক, এই পুরস্কার পেয়ে আমি বিস্মিত। এই পুরস্কার আমাকে আরও ভালো কিছু করার উৎসাহ যোগাবে।’