টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

ঘুরে দাঁড়ানোর ম্যাচ বাংলাদেশের। অন্যদিকে স্বাগতিক পাকিস্তানের সিরিজ নিশ্চিতের ম্যাচ। লাহোরে গতকাল শুক্রবার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৫ উইকেটে হেরে যায় বাংলাদেশ।
আজ দ্বিতীয় ম্যাচ একই ভেন্যুতে, টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে সফরকারী বাংলাদেশ। একাদশে এসেছে একটি পরিবর্তন। মোহাম্মদ মিঠুনের পরিবর্তে একাদশে জায়গা হয়েছে স্পিনার মেহেদী হাসানের। বাংলাদেশ এক পরিবর্তন নিয়ে নামলেও পাকিস্তান একাদশে আসেনি কোনো পরিবর্তন।
বাংলাদেশ: তামিম ইকবাল, মোহাম্মদ নাঈম, আফিফ হোসেন, লিটন দাস (উইকেট-রক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সৌম্য সরকার, মেহেদী হাসান, আমিনুল ইসলাম, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও আল -আমিন হোসেন
পাকিস্তান: আহসান আলী, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ রিজওয়ান (উইকেট-রক্ষক), শাদাব খান, হারিস রৌফ, শাহীন আফ্রিদি ও মোহাম্মদ হাসনাইন।