নাপোলির কাছে হারল জুভেন্টাস

ঘরের মাঠে টানা চার ম্যাচ হারের পর জয়ের দেখা পেল নাপোলি। গতকাল রবিবার ইতালিয়ান সিরি আর ম্যাচে জুভেন্টাসকে ২-১ গোলে হারায় জেন্নারো গাত্তুসোর দল।
নিষ্প্রভ প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করেন রোনালদো। কিন্ত অফসাইডের কারণে বাতিল হয়ে যায় গোলটি। উল্টো ম্যাচের ৬৩তম মিনিটে এগিয়ে যায় নাপোলি। গোল করে দলকে লিড এনে দেন জিয়েলিন্সকি।
এরপর ম্যাচের ৮৬তম মিনিটে ইন্সিগনের গোলে জয় প্রায় নিশ্চিত হয়ে যায় নাপোলির। তবে শেষ মুহূর্তে একটি গোল পরিশোধ করেন জুভেন্টাসের ক্রিস্টিয়ানো রোনালদো।
এই পরাজয়ের পরও ২১ ম্যাচ শেষে ৫১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে জুভেন্টাস। অপরদিকে সমান সংখ্যক ম্যাচ খেলে মাত্র ২৭ পয়েন্ট নিয়ে দশম স্থানে আছে জয় পাওয়া নাপোলি।