হিলিতে আমদানিকারক হারিয়ে চ্যাম্পিয়ন সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন
প্রথমবারের মত হিলিতে আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২০ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। হিলি আমদানিকারক দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন হিলি সিএন্ডএফ এজেন্ট এসোশিয়েশন।
রবিবার রাতে হিলি পানামা পোর্ট অভ্যন্তরে ফাইনাল খেলা শেষে হিলি কাস্টমসের সহকারী কমিশনার আব্দুল হান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলম,হাকিমপুর থানা অফিসার ইনর্চাজ আব্দুর রাজ্জাক আকন্দ , উপজেলা ভাইস-চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন প্রমুখ।
উপজেলার প্রশাসন, পানামা কর্তৃপক্ষ, প্রেসক্লাব, কাস্টমস, আমদানিকারক, সিএন্ডএফ এজেন্ট এসোশিয়েশন, সোনালী ব্যাংককে নিয়ে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।