ব্রায়ান্টের মৃত্যুতে বিরাট-রোহিতের শোক
বাস্কেটবল কিংবদন্তি কোবে ব্রায়ান্ট আর নেই। বিশ্বাসই করতে পারছেন না ক্রীড়াপ্রেমীরা। শুধু নিজের দেশেই নয়, বিশ্বজোড়া খ্যাতি ছিল এই বাস্কেটবল তারকার।
হেলিকপ্টার দুর্ঘটনায় এই কিংবদন্তি খেলোয়াড়ের মৃত্যুর খবর পেয়ে একেবারে ভেঙে পড়েছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে ব্রায়ান্টের ছবি পোস্ট করে লিখেছেন, 'আজ এই খবর পেয়ে একেবারে ভেঙে পড়েছি। কত ছোটবেলার স্মৃতি ফিরে ফিরে আসছে। কোর্টে এই ম্যাজিসিয়ান যা করতেন, তা দেখতে ভোর বেলায় উঠতাম আর চমকে যেতাম তাঁর খেলা দেখে। জীবন কতটাই অনিশ্চিত ও অস্থির। দুর্ঘটনায় তাঁর মেয়ে জিয়ানারও মৃত্যু হয়েছে। মনটা একেবারে ভেঙে গিয়েছে। রেস্ট ইন পিস। পরিবারের জন্য শক্তি আর সমবেদনা রইল।'
কোবের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রোহিত শর্মাও। তিনি সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, 'আজ খেলার বিশ্বের দুঃখের দিন। খুব তাড়াতাড়ি চলে দেলেন খেলার এক কিংবদন্তি।'
স্থানীয় সময় গতকাল রবিবার সকাল ১০টার দিকে ক্যালিফোর্নিয়ার কালাবাসাস শহরের অদূরে একটি পাহাড়ি এলাকায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এতে ১৩ বছরের মেয়ে জিয়ানা মারিয়া ব্রায়ান্টসহ নিহত হন কোবে ব্রায়ান্ট।
উল্লেখ্য, ২০ বছর লস এঞ্জেলেস লেকার্সের হয়ে খেলেছেন কোবে। তার মধ্যে ১৮ বছরই অল-স্টার টিমে খেলে পাঁচবার এনবিএ চ্যাম্পিয়নশিপ জিতেছেন তিনি।
এছাড়া যুক্তরাষ্ট্রের হয়ে ২০০৮ ও ২০১২ অলিম্পিকে স্বর্ণ জেতেন ব্রায়ান্ট। তাছাড়া ২০১৮ সালে ‘ডিয়ার বাস্কেটবল” শর্টফিল্মের জন্য অস্কার পুরস্কার জেতেন তিনি।

অনলাইন ডেস্ক