বড় জয়ে শেষ আটে রিয়াল

কোপা ডেল রে’র কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে রিয়াল মাদ্রিদ। বুধবার রাতে রিয়াল জারাগোজার বিপক্ষে ৪-০ গোলে বিশাল জয় নিয়ে মাঠ ছেড়েছে জিনেদিন জিদানের শিষ্যরা।
জারাগোজার মাঠ লা রোমারেডায় দলের হয়ে একটি করে গোল করেছেন রাফায়েল ভারানে লুকাস ভাসকুয়েজ, ভিনিসিয়াস জুনিয়র ও করিম বেনজামা।
ম্যাচের ষষ্ঠ মিনিটের মাথায় টনি ক্রুসের দেয়া পাসে বল জালে জড়ান ফ্রেঞ্চ তারকা ডিফেন্ডার ভারানে। ৩২তম মিনিটে জার্মান মিডফিল্ডার ক্রুসের বাড়ানো বল কাজে লাগান স্প্যানিশ উইঙ্গার ভাসকুয়েজ।
দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে জারাগোজা। তবে রিয়াল রক্ষণে চির ধরাতে সক্ষম হয়নি স্বাগতিকরা। ৭২ মিনিটে হামেশ রদ্রিগেজ বল বাড়িয়ে দেন ভিনিসিয়াসকে। ব্রাজিলিয়ান তরুণও দলের তৃতীয় গোলটি করতে ভুল করেননি।
৭ মিনিট পর দানি কার্ভাহালের ক্রসে চতুর্থ ও শেষ গোলটি তুলে নেন ফ্রেঞ্চ স্ট্রাইকার করিম বেনজামা। এতে স্প্যানিশ এই টুর্নামেন্টের শেষ আটে পৌঁছে যায় লস ব্লাঙ্কোসরা।