পয়েন্ট টেবিলের শীর্ষে লিভারপুল

ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা জয়ের পথে আরেক ধাপ এগিয়ে গেল লিভারপুল। ওয়েস্ট হ্যামকে ২-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ইয়ুর্গেন ক্লপের দল।
প্রতিপক্ষের মাঠে বুধবার রাতে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে ‘অল রেড’ নামের দলটি। ম্যাচের ৩৫ মিনিটে ওয়েস্ট হ্যামের ডি-বক্সে ওরিগি ফাউলের শিকার হলে পেনাল্টি পায় লিভারপুল। সালাহর স্পট কিকে এগিয়ে যায় লিভারপুল।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে আরও গতি বাড়ায় সফরকারীরা। জালের দেখাও পেয়ে যায় দ্রুত। ৫২ মিনিটে প্রতিপক্ষের কর্নার রুখে দ্রুত পাল্টা আক্রমণে ওঠে লিভারপুল। বল নিয়ে এগিয়ে বাম প্রান্তে চেম্বারলেইনকে দারুণ পাস দেন সালাহ। সেই পাস ধরে এক ডিফেন্ডারকে ছিটকে গোলরক্ষককে পরাস্ত করেন ইংলিশ মিডফিল্ডার।
এরপর আর কোনও দলই গোলের দেখা না পাওয়ায় ২-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে সালাহবাহিনী।
ওয়েস্ট হ্যামকে হারিয়ে ১৯ পয়েন্টে এগিয়ে গেছে ইয়ুর্গেন ক্লপের দল।