কোবির মৃত্যু পাল্টে দিয়েছে কোহলির দৃষ্টিভঙ্গি

কোবি ব্রায়ান্ট ও বিরাট কোহলি, দুজনে দুই জগতের সেরা নক্ষত্র। কোবি বাস্কেটবলের ইতিহাসের সেরা খেলোয়াড় ছিলেন। আর কোহলি ক্রিকেটে নিজেকে নিয়ে যাচ্ছেন অনন্য উচ্চতায়। গত সপ্তাহে কোবি পাড়ি জমিয়েছেন ইহলোকে। তার এ বিদায় জীবন নিয়ে কোহলির দৃষ্টিভঙ্গি পাল্টে দিয়েছে বলে জানিয়েছেন এ ভারতীয় ক্রিকেটার।
কোবির স্মৃতিচারণায় কোহলি বলেন, ‘আমি বড় হওয়ার সময় সকালে কোবির খেলা দেখতাম। কোর্টে তার কীর্তি আমাকে মুগ্ধ করতো। যখন আপনার সে প্রিয় খেলোয়াড় হঠাৎ করে মারা যায়, তখন আপনার চিন্তা ভাবনার জগত ওলট-পালট হয়ে যায়।’
কোহলি মনে করেন জীবন নিয়ে মানুষ বেশি চাপ নিয়ে ফেলে। সেটি না করে বরং জীবনের প্রতি মুহূর্ত উপভোগ করা উচিত, ‘আমরা বেশির ভাগ সময় কাল কি হবে সেটি নিয়ে ভেবে নিজেদের চাপে ফেলে দেই। আমরা বেঁচে থাকার মুহূর্ত উপভোগ করতে ভুলে যাই।’
কোহলি নিজের জীবনের দৃষ্টিভঙ্গি নিয়ে বলেন, ‘আমরা সামনে আসা প্রতিটি জিনিসকে গুরুত্বপূর্ণ বলে মনে করি। কিন্তু দিনশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনার জীবন। তাই বেঁচে থাকা প্রতিটি মুহূর্ত উপভোগের মন্ত্র নিয়ে চলা উচিত।’