শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে চাপে বাংলাদেশ

টেস্টে টানা হেরে আসছে বাংলাদেশ। রাওয়ালপিন্ডি টেস্টে সেই বৃত্ত ভাঙতে চায় তারা। তবে শুরুটা শুভ হলো না। সূচনালগ্নেই দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়েছেন টাইগাররা। শেষ খবর পর্যন্ত ২ উইকেটে ৭ রান করেছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত ও অধিনায়ক মুমিনুল হক ব্যাট করছেন।
এ ম্যাচে বাংলাদেশের হয়ে অভিষেক হয়েছে সাইফ হাসানের। একাদশে রয়েছেন এক স্পিনার ও তিন পেসার। দীর্ঘদিন পর ফিরেছেন রুবেল হোসেন।
এ নিয়ে ১৭ বছর পর পাকিস্তানের মাটিতে টেস্ট খেলতে নেমেছে বাংলাদেশ। সবশেষ ২০০৩ সালে দেশটি সফরে টেস্ট খেলেন টাইগাররা।
বাংলাদেশ একাদশ: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিথুন, লিটন দাস (উইকেটরক্ষক), তাইজুল ইসলাম, এবাদত হোসেন, আবু জায়েদ রাহী ও রুবেল হোসেন ।
পাকিস্তান একাদশ: আজহার আলি (অধিনায়ক),শান মাসুদ, আবিদ আলি, আসাদ শফিক, বাবর আজম, হারিস সোহেল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), , মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি ও ইয়াসির শাহ।