লিভারপুলের স্বস্তির জয়

ইংলিশ প্রিমিয়ার লিগে নরিচ সিটির বিপক্ষে কষ্টের জয় পেয়েছে লিভারপুল। শুরু থেকেই আক্রমণ আর প্রতি আক্রমণে জমে উঠে খেলা। প্রথমার্ধে কোনও দলই গোলের দেখা পায়নি।
দ্বিতীয়ার্ধে নেমে গতি বাড়ায় ইয়ুর্গেন ক্লপের দল। কিন্তু জালের দেখা পাচ্ছিল না অল রেডরা।
৬০ মিনিটে অ্যালেক্স অক্সলেইড-চেম্বারলেইনের বদলে সাদিও মানে ও জর্জিনিয়ো ভিনালডামের জায়গায় ফাবিয়ানোকে নামান ক্লপ। অবশেষে ৭৮ মিনিটে জর্ডান হেন্ডারসনের মাঝমাঠ থেকে উঁচু করে বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে কাছের পোস্ট দিয়ে ডান পয়ের শটে লক্ষ্যভেদ করেন মানে।
স্বস্তির জয় পায় সফরকারীরা। ২৬ ম্যাচে ২৫ জয় ও এক ড্রয়ে ৭৬ পয়েন্ট লিভারপুলের। এক ম্যাচ কম খেলে ৫১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার সিটি।