উইকেট না হারিয়ে মধ্যাহ্ন বিরতিতে জিম্বাবুয়ে

দুইদিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনের প্রথম সেশন শেষ। এখন পর্যন্ত উইকেট হারায়নি সফরকারী জিম্বাবুয়ে।
মঙ্গলবার সকালে গা গরমের ম্যাচে টসের প্রয়োজন হয়নি। সাভারের বিকেএসপির মাঠে সফরকারী দল হিসেবে আগে ব্যাট করার সুযোগ নেয় জিম্বাবুয়ে।
বিসিবি একাদশের হয়ে খেলছেন অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলে থাকা ছয় ক্রিকেটার। এই দলটির নেতৃত্ব দিচ্ছেন আল-আমীন (জুনিয়র)।
ব্যাটিংয়ে নেমে জিম্বাবুয়ের দুই ওপেনার ধীর গিতিতে শুরু করে ব্যাটিং। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে বিনা উইকেটে সংগ্রহ করেছে ২৮ ওভারে ৯৫ রান।
প্রিন্স মাসভ্যুরে ৪০ ও কেভিন কাসুজা অপরাজিত আছেন ৫১ রানে।
বিসিবি একাদশ
নাঈম শেখ, পারভেজ হোসেন ইমন, মাহমুদুল হাসান জয়, আকবর আলী, আল আমিন (অধিনায়ক), ফারদীন আনি, শরিফুল ইসলাম, সুমন খান, মুকিদুল ইসলাম মুগ্ধ, আমিনুল ইসলাম বিপ্লব, রিশাদ আহমেদ, শাহাদাত হোসেন, তানজিদ হাসান তামিম।
জিম্বাবুয়ে দল
সিকান্দার রাজা, রেগিস চাকাবা, ক্রেইগ আরভিন, কেভিন কাসুজা, তিমিসেন মারুমা, প্রিন্স মাসভাউরি, ক্রিস্টোফার এমপফু, ব্রিয়ান মুদজিনগানিয়ামা, কার্ল মুম্বা, তিনোতেন্দা মুতোম্বোজি, আইনসলে এনদোভু, ভিক্টর নায়ুচি, ব্রেন্ডান টেলর, ডোনাল্ড ত্রিপানো ও চার্লটন টিসুমা।