বিশ্বকাপ ম্যাচে বিকেলে ভারতের বিপক্ষে নামছে বাংলাদেশ

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সোমবার ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার পার্থে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৫টায়।
ব্রিসবেনে দুই সপ্তাহের ক্যাম্প করেছে বাংলাদেশ নারী দল। মূল আসরের আগে বাংলাদেশের দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল। থাইল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। অন্যটিতে পাকিস্তানকে হারায় বাংলাদেশ।
এই প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট সালমা খাতুন। ম্যাচ পূর্ববর্তী এক সংবাদ সম্মেলনে অধিনায়ক বলেন, বাংলাদেশ দল অস্ট্রেলিয়ার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়েছে। দলের সবাই ভালো ছন্দে আছে। এখন আসল লড়াইয়ে ভালো করতে উন্মুখ।
একই মাঠে শুক্রবার অস্ট্রেলিয়াকে ১৭ রানে হারিয়ে আসরের শুভ সূচনা করেছে ভারত।
ভারতের বিপক্ষে খেলার পর আগামী ২৭ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে সালমার দল। ২৯ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড এবং ২ মার্চ শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল।