হ্যাটট্রিক ও ১০ উইকেট নিয়ে ভারতীয় মেয়ের ইতিহাস

ভারতের নারী অনূর্ধ্ব-১৯ ওয়ানডে ট্রফিতে অরুণাচল প্রদেশের বিপক্ষে খেলতে নেমে প্রতিপক্ষের সবকটি উইকেটই নিজের দখলে নেন নারী ক্রিকেটার কাশভি গৌতম।
চণ্ডীগড়ের ১৬ বছর বয়সী পেসার কাশভি অন্ধ্র’র কেএসআরএম কলেজ গ্রাউন্ডে অরুণাচলকে উড়িয়ে দিয়ে এই কীর্তি গড়েন। যেখানে ৪.৫ ওভার বল করে মাত্র ১২ রান খরচ করেন তিনি। তার এই রেকর্ডগড়া বোলিংয়ে হ্যাটট্রিকও ছিল। যেখানে অরুণাচল মাত্র ২৫ রানে অলআউট হয়। এর ফলে ১৬১ রানে জয় পায় তার দল চণ্ডীগড়।
কাশভি এ ম্যাচে শুধু বোলিংয়েই নয়, চণ্ডীগড়ের ব্যাটিংয়ের সময় হেসেছিল তার ব্যাটও। ৬৮ বলে ৪৯ রান করে তিনি ছিলেন দলের সর্বোচ্চ রান সংগ্রাহক।