সৈয়দপুরে রেলওয়ে ডিপ্লোমা প্রকৌশলী সমিতির ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন

মুজিববর্ষ উপলে বংলাদেশ রেলওয়ে ডিপ্পোমা প্রকৌশলী সমিতি নীলফামারীর সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে ব্যাডমিন্টন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ন্যাশনাল ব্যাংক সৈয়দপুর শাখার সৌজন্যে ওই ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।
মঙ্গলবার রাতে শহরের সাহেবপাড়া এলাকায় সমিতির কার্যালয় চত্বরে ব্যাডমিন্টন কোর্টে ওই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
সৈয়দপুর শহরের বিশিষ্ট শিল্পপতি মো. সিদ্দিকুল আলম সিদ্দীক প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মো. মোনায়মুল হক। এতে বক্তব্য রাখেন সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন, সমিতির সৈয়দপুর শাখার সাধারণ সম্পাদক ডিপ্লোমা প্রকৌশলী তহিদুল ইসলাম ও ব্যবসায়ী তারিকুল আলম তারিক প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, সুধীজন, সাংবাদিক,ব্যবসায়ীসহ রেলওয়ে ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। এ ব্যান্ডমিন্টন প্রতিযোগিতায় ১০ টি দ্বৈত দল অংশগ্রহণ করছে। আগামী ১৬ মার্চ প্রতিযোগিতার চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে।
পরে ক্রীড়াবিদ ও ডিপ্লোামা প্রকৌশলীদের হাতে কবি ও সাংবাদিক এম আর আলম ঝন্টুর ফিরে চলা অতলান্তে কবিতা গ্রন্থটি উপহার দেয়া হয়।