কাহালুর শিলকঁওরে চেয়ারম্যান কাপ নক-আউট ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

বৃহস্পতিবার বিকেলে বগুড়ার কাহালু উপজেলার শিলকঁওর জয় যুব সংঘ ও মাদক নির্মূল কমিটির আয়োজনে অত্র গ্রামের খেলার মাঠে নারহট্র ইউনিয়ন চেয়ারম্যান কাপ নক-আউট ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত।
উক্ত ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নারহট্র ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও নারহট্র ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মো. রুহুল আমিন তালুকদার বেলাল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজলা পরিষদের চেয়ারম্যান ও বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মো.মজিবর রহমান মজনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বগুড়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম আসাদুর রহমান দুলু, বগুড়া জেলা পরিষদ সদস্য রুহুল মোমিন তারিক, কাহালূ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান, বগুড়া জেলা আওয়ামীলীগের সাবেক উপ-প্রচার সম্পাদক আলরাজী জুয়েল।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালূ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব ডাঃ আব্দুল হাকিম, উপজেলা যুবলীগের সভাপতি ও কাহালু সদর ইউ পি চেয়ারম্যান সহকারী অধ্যাপক পি এম বেলাল হোসেন, পাইকড় ইউ পি চেয়ারম্যান মিটু চৌধুরী, কাহালু থানার এস আই আশিকুর রহমান আশিক, মুকুল চন্দ্র বর্মন, কালাই ইউ পির সাবেক চেয়ারম্যান জাহেদুর রহমান, নারহট্র ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউ পি সদস্য তোতা মিয়া শাহানা, বিশিষ্ট সমাজসেবক শাহজাহান আলী বাবলু, নারহট্র ইউ পি সদস্য হাসনা বানু পারুল, আঞ্জুয়ারা বিবি, আবু সাঈদ বেনু, হারুনুর রশিদ, চাঁনমিয়া ধলু,শহিদুল ইসলাম, হবিবর রহমান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিলকঁওর জয় যুব সংঘের সভাপতি আব্দুল খালেক, সাধারণ সম্পাদক ইলিয়াস আলী, অন্যতম সদস্য রাফি তালুকদার, নারহট্র ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম সহ প্রায় ৮/১০ হাজার ফুটবল প্রেমী দর্শকবৃন্দ। উক্ত ফাইনাল খেলায় ট্রাইবেকারে ৫-৪ গোলে কাহালুর পিলকুঞ্জ সততা একাদশকে হারিয়ে জয়তুল ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। চ্যাম্পিয়ন দলকে একটি বিশাল ষাড় ও রানার আপ দলকে একটি খাসি পুরস্কার দেওয়া হয়। খেলা পরিচালনা করেন স্বপন তাকে সহযোগিতা করেন রফিকুল ইসলাম মুক্তার ও আবু জাফর।