টানা তৃতীয় ম্যাচে হারলো বাংলাদেশ

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা তৃতীয় ম্যাচে হারলো বাংলাদেশ। মেলবোর্নের জাংশন ওভালে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৭ রানে হারে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সেমিফাইনালে উঠার স্বপ্ন ভঙ্গ হলো সালমাদের।
জয়ের জন্য মাত্র ৯২ রানের টার্গেটে খেলতে নেমে একবল হাতে রেখে ৭৪ রানে অল আউট হয় বাংলাদেশ। সহজ লক্ষ্যে নেমে দলীয় ১৭ রানে সাজঘরে ফিরেন মুর্শিদা খাতুন। নিজের রানের খাতায় এক রান যোগ করেই একই পথে হাটেন আরেক ওপেনার আয়েশা রহমান।
তৃতীয় উইকেটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন নিগার সুলতানা জ্যোতি ও রিতু মণি। কিন্তু ভাগ্যবাম ঘাড়ের নিচে আঘাত পেয়ে মাঠের বাইরে যেতে হয় জ্যোতিকে।
এরপর আরও কোনও ব্যাটসম্যানই ব্যাট হাতে সফলতা পায়নি। ফলে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। শেষ পর্যন্ত ৭৪ রানে অল আউট হয় সালমাবাহিনী।
এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে ১৮ ওভার ২ বলে ৯১ রানে অল আউট হয় নিউজিল্যান্ড। বাংলাদেশের হয়ে রিতু মনি ৪টি, সালমা খাতুন ৩টি এবং রুমানা আহমেদ ২টি উইকেট লাভ করেন।