ভুলে যাওয়ার মতো একটি দিন কাটলো ভারতের

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের চতুর্থ দিনেই ১০ উইকেট হেরেছিল ভারত। আজ শনিবার থেকে ক্রাইস্টচার্চে শুরু হয়েছে দ্বিতীয় ও শেষ টেস্ট। ভেন্যু বদলালেও ভারতের ভাগ্য বদল হয়নি। আজও তারা ভুলে যাওয়ার মতো একটি দিন কাটিয়েছে। মাত্র ৬৩ ওভারে অলআউট হয়েছে ২৪২ রানে।
তার আগে ভারত শিবির নাড়িয়ে দেন কাইল জেমিসন, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট ও নেইল ওয়াগনার। এই চার পেসার ভারতের ১০টি উইকেট ভাগাভাগি করে নেন। তার মধ্যে দ্বিতীয় টেস্টেই ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেট শিকার করেন জেমিসন। দুটি করে উইকেট নেন সাউদি ও বোল্ট। অপর উইকেটটি নেন ওয়াগনার।
ভারতের ব্যাটসম্যানদের মধ্যে হানুমা বিহারি সর্বোচ্চ ৫৫ রান করেন। ৫৪টি করে রান করেন পৃথ্বি’শ ও চেতেশ্বর পূজারা। মোহাম্মদ শামি করেন ১৬ রান। বিরাট কোহলি (৩), মায়াঙ্ক আগারওয়াল (৭), আজিঙ্কা রাহানে (৭) ও রিশাব পন্ত (১২) ব্যর্থ হন। তাতে ২৪২ রানের বেশি করতে পারেনি সফরকারীরা।