লিভারপুলের জয়রথ থামাল ওয়াটফোর্ড

অপ্রতিরোধ্য গতিতে ছুটে চলা লিভারপুলকে থামাল অখ্যাত ওয়াটফোর্ড। নিজেদের মাঠে শনিবার লিভারপুলকে ৩-০ গোলে হারালো ক্লাবটি। ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপার দিকে এগিয়ে চলা ইয়ুর্গেন ক্লপের দলের কাছে এ পরাজয় যেন দুঃস্বপ্ন হয়ে দেখা দিল।
লিগে টানা সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ডধারী লিভারপুল ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। অন্যদিকে ওয়াটফোর্ড ২৭ পয়েন্ট নিয়ে অবনমন অঞ্চলে রয়েছে।
প্রথমার্ধে কোনো গোল না হলেও বলের নিয়ন্ত্রণে এগিয়ে ছিল লিভারপুল।
১৯তম মিনিটে লিভারপুলের সালাহর শট বাইরে চলে যায়।
আরেকটি সুযোগ এসেছিল প্রথমার্ধের যোগ করা সময়ে। তবে গোলের সুবর্ণ সুযোগ তালগোল পাকিয়ে নষ্ট করেন ওয়াটফোর্ডের ট্রয় ডেনি।
বিরতির পর ৫৪তম মিনিটে এগিয়ে যায় গত পাঁচ লিগ ম্যাচে জয়ের দেখা না পাওয়া ওয়াটফোর্ড। থ্রো ইন থেকে পাওয়া বল বুক দিয়ে নামিয়ে কাট ব্যাক দেন আবদুলাই দুকুরে। গোলমুখ থেকে নিখুঁত টোকায় লক্ষ্যভেদ করেন ইসমাইলা সার।
এক গোলেই সন্তুষ্ট ছিল না ওয়াটফোর্ড। প্রথম গোলের ৬ মিনিট পর সতীর্থের লম্বা করে বাড়ানো বল ধরে আগুয়ান আলিসনের মাথার ওপর দিয়ে বল জালে জড়িয়ে ব্যবধান দ্বিগুণ করেন সার।
৭২তম মিনিটে সারের ব্যাক পাস থেকে দারুণ শটে লক্ষ্যভেদ করেন ডেনি।
চেষ্টা করেও তিন গোলের একটিও শোধ করতে পারেনি লিভারপুল। ফলে হাসিমুখ নিয়েই মাঠ ছাড়ে ওয়াটফোর্ড।