সিংড়ায় ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত

নাটোরের সিংড়া চামারী ইউনিয়ন পরিষদের আয়োজনে ও চামারী ইউপি চেয়ারম্যান রশিদুল ইসলাম মৃধার তত্ববধানে ঐতিহ্যবাহী হাডুডু খেলা
অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার বিকেলে দ্বিতীয় রাউন্ডের খেলায় বক্তব্য রাখেন, সিংড়া থানার ওসি নুর আলম সিদ্দীকি।
উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা হক রোজি, চামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রশিদুল ইসলাম মৃধা,
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক রাকিব হাসান, পৌর সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক হাসান ইমাম, সিংড়া মডেল প্রেসক্লাব সভাপতি রাজু আহমেদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি খালিদ হাসানসহ আরো অনেকে। সভাপতিত্ব করেন, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি তাজ উদ্দিন। সার্বিক পরিচালনা করেন, ইউপি মেম্বার আরিফুল ইসলাম। ধারাভাষ্যকার ছিলেন, রাজু আহমেদ।
খেলায় নীলচড়া একাদশকে হারিয়ে সেমিফাইনালে উঠে দুর্গাপুর একাদশ। দুর্গাপুর একাদশে জাতীয় দলের খেলোয়ার টাইগার অংশ নেন।