মেসির গোলে স্বস্তির জয় কাতালানদের

ন্যু ক্যাম্পে খেলা শুরুর পর কেটে গেছে ৮০টি মিনিট, কিন্তু গোলের দেখা নেই বার্সেলোনার। যখন গোলশূন্য সমতায় শেষ হওয়ার শঙ্কা, তখনই তত্পরতায় ‘ভিএআর’!
শনিবার ঘরের মাঠে উল্টো চাপে পড়ে খেলতে থাকে স্বাগতিকরা। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে নিজ চেহারায় ফিরে আক্রমণ বাড়ায় দলটি। তবে শেষদিকে এসে গোলের দেখা পাচ্ছিল না।
প্রথমার্ধ যদিও দু’দলই বেশ কয়েকটি সুযোগ পায়। বিশেষ করে ম্যাচের ৪০তম মিনিটে মেসি সহজ একটি সুযোগ নষ্ট করেন। আর বিরতির পরও সুযোগ নষ্টের যেন মহড়া দিয়ে বসেন মেসি। দ্বিতীয়ার্ধের শুরুতে ও ৬০তম মিনিটে গোল মিস করেন তিনি।
একের পর এক আক্রমণে সোসিয়েদাদকে কাঁপিয়ে দেয় বার্সেলোনা। ৬৫তম মিনিটে ইভান রাকিতিচের শট কর্নারের বিনিময় ঠেকান গোলরক্ষক। পরের মিনিট মেসির ক্রসে পিকে ঠিকঠাক হেড নিতে পারেননি। বিপজ্জনক জায়গায় তাকে খুঁজে পেয়েছিলেন মেসি।
ম্যাচের ৮০ মিনিটের সময় ক্রসের জন্য লড়াই করতে গিয়ে বল বাহুতে লাগে সোসিয়েদাদের ডিফেন্ডার রবিন লে নরমান্ডের। ভিএআরে সিদ্ধান্ত আসে হ্যান্ডবলের, রেফারি দেন পেনাল্টির সংকেত। ৮১ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন মেসি। ১-০ গোলের স্বস্তির জয় কাতালানদের। ভিএআর অবশ্য একটা গোল বাতিলও করেছে বার্সেলোনার।