এবার করোনায় আক্রান্ত সাম্পদোরিয়ার ৫ ফুটবলার

এবার করোনায় আক্রান্ত হয়েছেন সাম্পদোরিয়ার পাঁচ ফুটবলার। ক্লাব ডাক্তারের বরাত দিয়ে এমন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, ইতালির পেশাদার ফুটবল ক্লাবটি। চীনের পর এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানীর ঘটনা ঘটেছে ইতালিতে। এবার এই সংক্রমণ ছড়িয়ে পড়েছে সেখানকার ক্রীড়াঙ্গণেও।
গত বৃহস্পতিবার স্বাস্থ্য পরীক্ষায় কোভিড নাইনটিন ধরা পড়ে, ফরোয়ার্ড মানোলো গাবিয়াদিনির। এরপর বাকি খেলোয়াড়দেরও স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এতে ডিফেন্ডার ওমার কোলি, মিডফিল্ডার আলবিন একদাল, ফরোয়ার্ড অ্যান্তোনিও গুমিনা ও মিডফিল্ডার মর্টেনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া যায়। তবে তাদের সকলের শারীরিক অবস্থা ভালো বলে নিশ্চিত করেছে ক্লাবটি।
এই ঘটনায় সাম্পদোরিয়ার অন্য সব খেলোয়াড় ও কর্মকর্তারা নিজ বাড়িতে স্বেচ্ছায় আইসোলেশনে রয়েছেন। বন্ধ করে দেয়া হয়েছে ক্লাবের সব ধরনের ক্রীড়া কার্যক্রম।