‘মা’ হারালেন হাবিবুল বাশার

বার্ধক্যজনিত রোগে ভোগা ‘মা’কে দেখতে কিছুদিন আগে নিজের শহর কুষ্টিয়ায় গিয়েছিলেন হাবিবুল বাশার। দিন কয়েক ছিলেনও মায়ের পাশে। কিন্তু করোনার প্রাদুর্ভাবে ফিরে আসেন ঢাকায়। চার দেয়ালের মাঝে নিজেকে ও পরিবারকে গৃহবন্দি করে রেখেছিলেন জাতীয় দলের প্রাক্তন এ অধিনায়ক।
করোনা আতঙ্কের মধ্যে আজ পেলেন দুঃসংবাদ। ‘মা’ রিজিয়া বেগমকে হারিয়েছেন তিনি। আজ শনিবার দুপুর ১টার কিছুক্ষণ পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হাবিবুল বাশারের মা (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দুই বছর আগে ২০১৮ সালের জানুয়ারিতে বাবাকে হারিয়েছিলেন।
মাকে হারালেও ঢাকাতেই আছেন হাবিবুল বাশার। চাইলেও যেতে পারছেন না কুষ্টিয়ায়। ঢাকার বাইরে ফেরি চলাচল নেই। নিজ গাড়িতে রওনা হলেও বাড়িতে যেতে পারবেন না কোনেভাবেই। তাঁর স্বজনরাও নিষেধ করছেন, করোনাভাইরাসের মাঝে না যেতে। জানা গেছে, বিকেলেই দাফন কাজ শেষ করবে তাঁর পরিবার।
তিন ভাইয়ের মধ্যে হাবিবুল বাশার ছোট। বড় ভাই কাজী ইমদাদুল বাশার রিপন বিসিবির স্থানীয় কোচ হিসেবে কাজ করছেন। মেজ ভাই প্রয়াত একরামুল বাশার তুহিন ছিলেন মোহামেডানের প্রাক্তন গোলরক্ষক।