চার মাসের বেতন পাবেন না রোনালদো-দিবালারা

করোনাভাইরাস মহামারীর সঙ্গে লড়াইয়ে ব্যস্ত সময় পার করছে বিশ্ববাসী। শুধু ইতালিতেই আক্রান্ত ৯২ হাজারের বেশি। মৃতের সংখ্যা ১০ হাজারের উপরে। এমন অবস্থায় দেশটির ঘরোয়া লিগের বর্তমান চ্যাম্পিয়ন দল জুভেন্টাসের খেলোয়াড়দের চার মাস বেতন না দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সিরি আ’ স্থগিত রয়েছে ৩ এপ্রিল পর্যন্ত। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে ক্রিশ্চিয়ানো রোনালদো-পাউলো দিবালাদের মাঠে ফেরার রাস্তা কবে খুলবে তা জানে না কেউ।
এক বিবৃতিতে জানানো হয়, সার্বিক পরিস্থিতি বিবেচনায় তুরিনের ঐতিহ্যবাহী দলটির খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের মার্চ, এপ্রিল, মে ও জুন মাসে পুরো বেতন না দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
জুভেন্টাস জানিয়েছে, এই অর্থের পরিমাণ দাঁড়াবে প্রায় ৯০ মিলিয়ন ইউরো। যা দিয়ে ক্লাব কর্মচারীদের বেতনসহ অন্যান্য খরচ চালানো হবে।
খেলোয়াড়রাও এমন সিদ্ধান্ত মেনে নেয়ায় ধন্যবাদ জানানো হয়েছে ক্লাবের পক্ষ থেকে।