করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি সাবেক ইংলিশ ডিফেন্ডার

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিশ্বকাপজয়ী ইংল্যান্ডের সাবেক ডিফেন্ডার নরমান হান্টার।
লিডসের জার্সিতে ৭২৬ ম্যাচ খেলেছেন ৭৬ বছর বয়সী এই ডিফেন্ডার। জিতেছেন দুটি লিগ শিরোপাও।
গতকাল শুক্রবার এক বিবৃতিতে নরমান হান্টারের কোভিড-১৯ পজিটিভ হওয়ার খবর নিশ্চিত করে তার সাবেক ক্লাব লিডস ইউনাইটেড। এতে ক্লাব কর্তৃপক্ষ জানায়, ‘যুদ্ধ জারি রাখো নরমান, আমরা সবাই তোমার সঙ্গে আছি।’