বিশ্বকাপ জয়ের ব্যাট নিলামে তুলবেন আকবর

কয়েক মাস আগেই বাংলাদেশকে আনন্দে ভাসিয়েছে যুব ক্রিকেটাররা। ভারতকে হারিয়ে প্রথমবারের মতো দেশকে বিশ্বকাপ এনে দিয়েছেন আকবর আলীরা। বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবরের সেই বিশ্বকাপ জয়ের ব্যাট এবার করোনা দূর্গতদের কাজে লাগতে যাচ্ছে। ঐতিহাসিক সেই ব্যাট নিলামে তুলে প্রাপ্ত অর্থ করোনা দূর্গতদের সাহায্যার্থে ব্যয় করবে 'আকবর দ্য গ্রেট'।
ব্যাট নিলামে তোলার ঘোষণা দিয়ে আকবার আজ ফেসবুকে লিখেছেন, 'নিঃসন্দেহে অ-১৯ বিশ্বকাপ জয় এখন পর্যন্ত আমার জীবনের সেরা অর্জন। করোনার এই সংকটকালীন সময়ে সেই অর্জনের দুটি স্মারক (১.ফাইনালের ম্যাচ জার্সি, ২.ফাইনালে ব্যবহৃত ব্যাটিং গ্লাভস) নিলামে তুলতে যাচ্ছি। নিলাম থেকে প্রাপ্ত পুরো অর্থটাই করোনায় ক্ষতিগ্রস্তদের জন্য ব্যয় করা হবে।'
বিশ্বকাপজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল এরই মধ্যে ক্রিকেটারদের কল্যাণ সমিতির (কোয়াব) তহবিলে আর্থিক অনুদান দিয়েছে। এছাড়া সিনিয়র ক্রিকেটাররা দলীয়ভাবে এবং ব্যক্তিগতভাবেও আর্থিক সহায়তা করছেন। সাকিব আল হাসান তার ২০১৯ বিশ্বকাপের ব্যাট নিলামে ২০ লাখ টাকা বিক্রি করেছেন। মুশফিক-আশরাফুলরাও এগিয়ে আসছেন। বড় ভাইদের অনুসরণ করে বাকিদের পথ দেখালেন অধিনায়ক আকবর।