প্রকাশিত : ২৪ জুলাই, ২০২০ ১৪:৪১

ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের সিরিজ নিশ্চিতের লড়াই

অনলাইন ডেস্ক
ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের সিরিজ নিশ্চিতের লড়াই

তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে শুক্রবার ইংল্যান্ডের মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ। 

ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে সনি সিক্স।

করোনা পরবর্তী ক্রিকেটে ফিরেই প্রথম টেস্ট জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ। তবে দ্বিতীয় টেস্টে দারুণভাবে ঘুরে দাঁড়ায় স্বাগতিক ইংল্যান্ড। 

ক্যারিবিয়দের হারিয়ে সিরিজে সমতা আনে তারা। তাই শেষ টেস্টটি হয়ে দাঁড়িয়েছে, সিরিজ নির্ধারনী ম্যাচ। এই ম্যাচে জিতে সিরিজ নিজেদের করতে চায় উভয় দল।

এদিকে করোনা প্রোটকল ভঙ্গ করায় দ্বিতীয় টেস্টে বাদ পড়েন জোফরা আর্চার। তবে দুইবার করোনা টেস্টে নেগেটিভ হওয়ায় দলের সঙ্গে অনুশীলনে ফিরেছেন এই ইংলিশ পেসার।

অন্যদিকে একাদশে একাধিক পরিবর্তনের ঘোষণা দিয়েছেন উইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার।

ইংল্যান্ড দল  

জো রুট (অধিনায়ক), জেমস এন্ডারসন, বেন স্টোকস, জোফরা আর্চার, ডোমিনিক বেস, স্টুয়ার্ট ব্রড, ররি বার্নস, জশ বাটলার, জাক ক্রলি, জো ডেনলি, ওলি পোপ, ডম সিবলি, ক্রিস ওকস ও মার্ক উড।

ওয়েস্ট ইন্ডিজ দল 

জেসন হোল্ডার (অধিনায়ক), জার্মেইন ব্ল্যাকউড, এনক্রমাহ বোনার, ক্রেইগ ব্র্যাথওয়েট, শামারা ব্রুকস, জন ক্যাম্পবেল, রোস্টন চেইজ, রাকিম কর্নওয়াল, শেন ডওরিচ, চিমার হোল্ডার, শেই হোপ, আলজারি জোসেফ, শানন গ্যাব্রিয়েল, রেমন রিফার ও কেমার রোচ।

উপরে