প্যারাগুয়ের জেল থেকে মুক্তি পেলেন রোনালদিনহো

জাল পাসপোর্ট নিয়ে প্রবেশের অভিযোগে সাজা ভোগ করার পর ব্রাজিলের সাবেক ও বিখ্যাত ফুটবলার রোনালদিনহোকে মুক্তি দিয়েছে প্যারাগুয়ে। পাঁচমাস ধরে জেল ও গৃহবন্দির পর অবশেষে মুক্তি পেলেন তিনি।
দুইবার ফিফার বিশ্বসেরা ফুটবলার হয়েছিলেন রোনালদিনহো। মূলত মাঝমাঠের প্লেয়ার। কিন্তু ফরোয়ার্ড বা উইং এও অসাধারণ খেলতেন। গোলার মতো শট, নজরকাড়া ড্রিবল, গোলের ঠিকানা লেখা নিখুঁত পাস ছিল তার বৈশিষ্ট্য। পায়ে বল পেলেই হয়ে উঠতেন বিপক্ষের ত্রাস। সেসময় তাকে সর্বকালের সেরাফুটবলারদের তালিকায় রাখতেন অনেক বিশেষজ্ঞই। ২০০২ সালে ব্রাজিলের বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। এই শিল্পী ফুটবলারই জাল নথিপত্র দিয়ে ভাইয়ের সঙ্গে প্যারাগুয়েতে ঢোকার সময় আটক হন।
গত পাঁচমাস ধরে তিনি ছিলেন জেল ও গৃহবন্দি। অবশেষে সোমবার মুক্তি পেয়েছেন এই ফুটবলার। তাদের দুই লাখ ডলার জরিমানা দিতে হবে। তবে তাদের হাজতবাস থেকে রেহাই দিয়েছেন প্যারাগুয়ের বিচারক।
রোনালদিনহোকে স্থানীয় একটি সংস্থা আমন্ত্রণ জানায়। তার আত্মজীবনীর প্রচারের জন্য। তিনি গত ৪ মার্চ তার ভাইকে নিয়ে প্যারাগুয়ে পৌঁছন। তার ভাই রোনাল্ডিনহোর বিজনেস ম্যানেজার হিসাবে কাজ করেন। দুই দিন পরেই পুলিশ সাবেক ফুটবল তারকা ও তার ভাইকে গ্রেফতার করে। তারা প্যারাগুয়ের জাল পাসপোর্ট নিয়ে ঢুকেছিলেন বলে অভিযোগ।
প্রথমে তাদের ৩২ দিন হাই সিকিউরিটি জেলে রাখা হয়। সেখানেই তার ৪২ তম জন্মদিন পালন করেন রোনালদিনহো। তারপর বিলাসবহুল হোটেলে ঘরবন্দি করে রাখা হয় তাদের। তার আগে অবশ্য তারা জামিনের জন্য ১৬ লাখ ডলার দেন। বিচারক জানিয়েছেন, রোনালদিনহো ও তার ভাই দ্রুত ব্রাজিলে ফিরতে পারবেন।
দীর্ঘসময় বার্সেলোনায় খেলেছেন রোনালদিনহো। এসি মিলানের হয়েও ফুটবলের জাদু ছড়িয়েছেন মাঠে। তাছাড়াও বেশ কযেকটি ক্লাবে তাকে খেলতে দেখা গেছে। ২০১৫ সালে তিনি শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেন। বিভিন্ন ক্লাবের হয়ে ৪৪১টি ম্যাচ খেলে ১৬৭টি গোল করেছেন। দেশের হয়ে ১৩৫টি ম্যাচে করেছেন ৫৬টি গোল।
খবর ডয়চে ভেলের