পাকিস্তানকে ৫ উইকেটে হারালো ইংল্যান্ড

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে স্বাগতিক ইংল্যান্ড।
রবিবার ওল্ড ট্রাফোর্ডে প্রথমে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৯৫ রান করে সফরকারীরা। জবাবে ৫ উইকেট হাতে রেখেই লক্ষ্য পেরিয়ে যায় এউইন মরগানের দল।
দিনের শুরুটা অবশ্য ভালোই করেছিল পাকিস্তান। বাবর আজম ও ফখর জামানের ওপেনিং জোট ৫১ বলে তোলে ৭২ রান। ওয়ানডাউনে নামা মোহাম্মাদ হাফিজ ১৯২ স্ট্রাইক রেটে স্কোরবোর্ডে তোলেন ৬৯। ক্রিস জর্ডানের বলে আউট হওয়ার আগে শোয়েব মালিকের ব্যাটে আসে ১৪।
জবাব দিতে নেমে ২৪ বলে ৪৪ রান তোলেন জনি বেয়ারেস্টো। আরেক ওপেনার টম ব্যানটন ২০ রানে ফিরলেও ডাউইড মালানকে সাথে নিয়ে ১১২ রানের পার্টনারশিপ গড়েন মরগান।
তাকে ৬৬ রানে ফেরান হারিস রৌফ। আর মালান অপরাজিত থাকেন ৫৪ রানে। দলকে ম্যাচ জেতান ৫ বল বাকি থাকতেই।
বৃষ্টির কারণে সিরিজের প্রথম ম্যাচ পরিত্যক্ত হয়। এখন ১-০ তে এগিয়ে ইংলিশরা।