আতলেতিকো মাদ্রিদ কোচ সিমিওনে করোনায় আক্রান্ত

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আতলেতিকো মাদ্রিদের আর্জেন্টাইন কোচ দিয়েগো সিমিওনে। এই খবর নিশ্চিত করেছে স্প্যানিশ ক্লাবটা।
বর্তমানে নিজ বাড়িতে আইসোলেশনে আছেন সিমিওনে। আক্রান্ত হলেও তার মধ্যে এখন পর্যন্ত করোনার উপসর্গ দেখা যায়নি। তিনি শারীরিকভাবেও সুস্থ আছেন।
মঙ্গলবার কাদিজের বিপক্ষে একটা প্রীতি ম্যাচ আছে আতলেতিকো মাদ্রিদের। তাই কোচ, অফিসিয়াল ও প্লেয়ারদের করোনা টেস্ট করায় আতলেতিকো কর্তৃপক্ষ।
সেই পরীক্ষায় ম্যানেচার সিমিওনের রেজাল্ট পজেটিভ এসেছে। সিমিওনের ছাড়াও ক্লাবের এক অফিসিয়ালও করোনা আক্রন্ত। এর আগে মাসের শুরুতেও একবার সবার করোনা টেস্ট করায় মাদ্রিদের দলটা। ঐ পরীক্ষায় স্প্যানিশ স্ট্রাইকার ডগলাস কস্তার রেজাল্ট আসে পজিটিভ।