প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২০ ১৩:১৪

আইপিএল খেলতে ঢাকা ছাড়লেন সালমা-জাহানারা

অনলাইন ডেস্ক
আইপিএল খেলতে ঢাকা ছাড়লেন সালমা-জাহানারা

নারী আইপিএল খ্যাত ওমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জে অংশ নিতে ঢাকা ত্যাগ করেছেন সালমা খাতুন ও জাহানারা আলম। 

বুধবার সকালে বাংলাদেশ নারী জাতীয় ক্রিকেট দলের দুই সদস্য সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা দেন।

ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (বিসিসিআই) আয়োজিত নারীদের এই টুর্নামেন্টে দ্বিতীয়বারের মতো অংশ নিতে চলেছেন জাহানারা। অন্যদিকে প্রথমবার খেলতে যাচ্ছেন সালমা।

গেলবার ভেলোসিটির হয়ে খেলা পেসার জাহানারা এবারও একই দলের জার্সি গায়ে জড়াচ্ছেন। অন্যদিকে স্পিনার সালমা খেলবেন ট্রেইলব্লেজার্সের হয়ে।

করোনার দাপটে ভারতের বদলে ওমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জের তৃতীয় আসর বসছে  আরব আমিরাতে।

আগামী ৪ নভেম্বর শুরু হচ্ছে নারীদের আইপিএল। প্রথম ম্যাচে গেল দুই আসরের চ্যাম্পিয়ন সুপারনোভাসের বিপক্ষে মাঠে নামবে ভেলোসিটি। 

৫ নভেম্বর ট্রেইলব্লেজার্স-ভেলোসিটির ম্যাচ দিয়ে মাঠের লড়াইয়ে নামবেন সালমা- জাহানারা। 

রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে তিন ম্যাচে অংশ নিবে দলগুলো। সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দুই দল ৯ নভেম্বর ফাইনালে শিরোপার লড়াইয়ে লড়বে। 

উপরে