প্রকাশিত : ৭ নভেম্বর, ২০২০ ১৫:০০

ভেনিজুয়েলার বিপক্ষে খেলছেন না নেইমার

অনলাইন ডেস্ক
ভেনিজুয়েলার বিপক্ষে খেলছেন না নেইমার

ভেনিজুয়েলার বিপক্ষে ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে খেলা হচ্ছে না নেইমারের।

উরুতে চোট পেয়ে গত ১৩ নভেম্বরের ম্যাচ থেকে ছিটকে পড়েছেন তিনি।  

নেইমারের চোটের সবশেষ অবস্থা তুলে ধরে শুক্রবার এ খবর জানিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।

দলের চিকিৎসক রদ্রিগো লাসমার এক বিবৃতিতে বলেছেন, নেইমারকে ভেনিজুয়েলার বিপক্ষে মাঠে দেখা যাবে না।  একটা সপ্তাহ চিকিৎসার পর আমাদের বিশ্বাস, দ্বিতীয় ম্যাচে তার সুস্থ হয়ে ওঠার একটা সম্ভাবনা আছে। আমরা গভীরভাবে তার অবস্থা পর্যবেক্ষণ করছি।

রদ্রিগো লাসমার এমন বিবৃতির পর বোঝা যাচ্ছে, ম্যাচটির চার দিন পর উরুগুয়ের বিপক্ষে মাঠে ফিরতে পারেন নেইমার। 

আর সেজন্যই ভেনিজুয়েলার বিপক্ষের ম্যাচে না খেললেও দলের সঙ্গে সফরে থাকছেন নেইমার। 

গত ২৮ অক্টোবর চ্যাম্পিয়নস লিগে ইস্তাম্বুল বাশাকশেহিরের বিপক্ষে ম্যাচে চোটাক্রান্ত হন পিএসজির ব্রাজিলীয় স্ট্রাইকার। 

সে সময় পিএসজি’র কোচ টমাস টুখেলও জানিয়েছিলেন, চোটের কারণে নেইমারকে জাতীয় দলের হয়ে খেলাটা এখন উচিত হবে না। 

কিন্তু ক্লাবটির কথায় কান না দিয়ে নেইমারকে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে নামানোর জন্য ভাবছে সিবিএফ।  বিষয়টি নিয়ে আপত্তি জানাচ্ছে পিএসজি।

তথ্যসূত্র: বি সকার, ফুটবল ক্রিটিক

উপরে