প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২০ ১৮:২৭

ফিটনেস টেস্টে কে কত পেলেন

অনলাইন ডেস্ক
ফিটনেস টেস্টে কে কত পেলেন

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি লিগে প্লেয়ার্স ড্রাফটের খেলোয়াড় বাছাইয়ের জন্য সোম ও মঙ্গলবার অনুষ্ঠিত হয়ে গেল ক্রিকেটারদের ফিটনেস টেস্ট। বরাবরের মতো এবারও বিপ টেস্টের মাধ্যমে খেলোয়াড়দের ফিটনেস পরিক্ষা করা হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, বঙ্গবন্ধু টি-টোয়েন্টি লিগের ড্রাফটে নাম তুলতে হলে অবশ্যই ফিটনেস টেস্টে পাস করতে হবে। এবারের পরীক্ষার মানদণ্ড ধরা হয়েছে ১১। অর্থাৎ কোনো ক্রিকেটার ১১ পেলে পাস, আর এর থেকে কম পেলেই তিনি ফেল হিসেবে বিবেচ্য হবেন। 

সোমবার ক্রিকেটারদের ফিটনেস টেস্টের ফলাফল আশাব্যঞ্জক ছিল। গতকাল ৯০ শতাংশ ক্রিকেটার ১১-এর ওপর স্কোর করেছিলেন। তবে আজকের পরীক্ষায় ক্রিকেটাররা তুলনামূলক খারাপ করেছেন। আজ প্রায় ৬৫ শতাংশ ক্রিকেটার ১১-এর ওপর স্কোর পেয়েছেন। ফিটনেস পরীক্ষায় সবাইকে হতাশ করেছেন নাসির হোসেন। বিপ টেস্টে তিনি পেয়েছেন সর্বনিম্ন স্কোর ৮.৫। এছাড়া দুইবার পরীক্ষা দিয়েও ফেল করেছেন সোহাগ গাজী। তার স্কোর ৯.৪। জাতীয় দলে খেলা আরেক ক্রিকেটার ইলিয়াস সানিও পাস করতে পারেননি। বিপ টেস্টে তার স্কোর ১০.২। তবে অভিজ্ঞ ক্রিকেটাররা ফিটনেস টেস্টে তুলনামূলক ভালো করেছেন। আবদুর রাজ্জাক, মোহাম্মদ আশরাফুল, শাহরিয়ার নাফিসরা সবাই ১১-এর ওপর স্কোর গড়েছেন। আজ সর্বোচ্চ ১৩.৬ স্কোর পেয়েছেন পেসার মেহেদী হাসান।

উপরে