প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২০ ১৫:০৫

ক্রীড়াঙ্গণ সর্বদাই তরুণ প্রজন্মকে ইতিবাচক পথ প্রদর্শন করে: পরিমল প্রসাদ

ষ্টাফ রিপোর্টার
ক্রীড়াঙ্গণ সর্বদাই তরুণ প্রজন্মকে ইতিবাচক পথ প্রদর্শন করে: পরিমল প্রসাদ

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া পৌর কমিটির সভাপতি এবং রাজাবাজার আড়ৎদার ও ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পরিমল প্রসাদ রাজ বলেছেন, ক্রীড়াঙ্গণ সর্বদাই তরুণ প্রজন্মকে ইতিবাচক পথ প্রদর্শন করে। যারা ক্রীড়াঙ্গণের সাথে যুক্ত থাকে তারা সহজেই বিপদগামী হয়না। সেই সাথে ক্রীড়া নৈপূণ্যের মাধ্যমে নিজের সাথে দেশের পরিচিতিও সারাবিশ্বের মাঝে তুলে ধরাও সম্ভব।

রোববার বিকেলে বগুড়া শহরের ঠনঠনিয়া টিভি ক্লিনিক মাঠে  ৯ ও ১০ নং ওয়ার্ড ঠনঠনিয়া হিন্দুপাড়া বটতলা যুব সংঘের আয়োজনে শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপোরোক্ত কথাগুলি বলেন। উদ্বোধনী বক্তব্যে পরিমল প্রসাদ আরো বলেন, করোনাকালে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় তরুণ প্রজন্মের সকলে বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন করছে যা এই সময়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি সাথে সাথেই পারস্পারিক সম্প্রীতি বন্ধনে বিশাল ভূমিকা রাখছে তবে করোনার ২য় ঢেউ মোকাবেলায় সকলকে তিনি কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। যুব সংঘের তরুণ নেতা পাপন চক্রবর্তীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় মহিলা কাউন্সিলর হোসনে আরা হাসি, বগুড়া জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুর ইসলাম বাবু, বগুড়া জেলা যুব মহিলা লীগের সহ-সভাপতি বিলাসী রাণী সরকার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া পৌর কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক গণমাধ্যমকর্মী সঞ্জু রায়, সংগঠনের সাংগঠনিক সম্পাদক এবং জেলা মোবাইল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শেখর রায়, এম.এস কোচিং সেন্টারের পরিচালক এ.কে.এম ফজলুর রহমান এবং অভি মটরসের স্বত্ত্বাধিকারী আবু হাসান সিদ্দিকী ফেনু। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সমাজসেবক আমিনুর ইসলাম সাগর, বিশিষ্ট ব্যবসায়ী রাজু আহম্মেদ এবং সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন অন্তর, দুর্জয়, প্রান্ত, সৌরভ, শিমুল প্রমুখ।

 

উপরে