প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২০ ১৫:১৪

বগুড়ায় নারুলী তালপট্টি যুব সমাজের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় নারুলী তালপট্টি যুব সমাজের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

বগুড়ায় নারুলী তালপট্টি যুব সমাজের উদ্যোগে সোমবার দুপুরে এলাকার শিশু থেকে সকল বয়সের মানুষের প্রাণবন্ত অংশগ্রহণে স্বাস্থ্যবিধি মেনে প্রতি বছরের ন্যায় ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সাফল্যের ছোঁয়া কোচিং সেন্টারের পরিচালক ছাত্রনেতা আকিল আহম্মেদ দূর্জয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বগুড়া পৌরসভার ২০নং ওয়ার্ড কাউন্সিলর রোস্তম আলী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জার্নালবিডি২৪.কম এর প্রকাশক ব্যবসায়ী নেতা পরিমল প্রসাদ রাজ, মাইটিভি বগুড়া ব্যুরো প্রধান লতিফুল করিম, বগুড়া পৌরসভার মহিলা কাউন্সিলর মোকসেদা বেগম, বাংলাদেশ ডেন্টাল পরিষদ বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক ডেন্টিস্ট সুজিত কুমার তালুকদার, জেলা মোবাইল ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখর রায়, বগুড়া ইয়ূথ ফোরামের সভাপতি ও দৈনিক চাঁদনী বাজারের স্টাফ রিপোর্টার সঞ্জু রায় এবং সমাজসেবক আমিনুর ইসলাম সাগর।

অনুষ্ঠানে বক্তারা বলেন, করোনায় দীর্ঘসময় ঘরে থাকার কারণে শিশু এবং তরুণ প্রজন্মের অনেকে বিষাদগ্রস্থ হয়ে পরেছে তাই ক্রীড়াঙ্গণে অংশগ্রহণ তাদের সতেজ করবে এবং সাথে সাথেই খেলাধুলার মাধ্যমে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়াবে। তবে যেহেতু ইতিমধ্যেই করোনার ২য় ঢেউ শুরু হয়ে গেছে তাই নিজের এবং নিজের পরিবারের স্বার্থে কঠোরভাবে বর্তমানে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে যেখানে সবচেয়ে বেশী গুরুত্ব দিতে হবে মাস্কের যথাযথ ব্যবহারের প্রতি। ছাত্রলীগকর্মী সেলিম আহম্মেদের ব্যবস্থাপনায় প্রতিযোগিতায় বিভিন্ন বয়সের মানুষের অংশগ্রহণে পর্যায়ক্রমে গ্রামবাংলার বিভিন্ন ঐতিহ্যবাহী ক্রীড়া অনুষ্ঠিত হয় যার মাঝে দৌড়, বালিশ খেলা, মোরগ লড়াই, ফুটবল, চেয়ার খেলা, হাড়িভাঙ্গা, বুদ্ধিপরীক্ষা, নিজের সম্পদ নিজে বাঁচাও অন্যতম। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ পরবর্তী এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

 

উপরে