চট্টগ্রামের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে ঢাকা

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে আজ শনিবার দিনের প্রথম ম্যাচে টসে জিতে বেক্সিমকো ঢাকাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন গাজী গ্রুপ চট্টগ্রামের অধিনায়ক মোহাম্মদ মিঠুন। মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে জয়ের ধারা অব্যাহত রাখতেই মাঠে নেমেছে দুদল।
টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে রয়েছে চট্টগ্রাম। এখন পর্যন্ত ৪টি ম্যাচই জিতেছে তারা। অন্যদিকে, প্রথম তিন ম্যাচ হারা ঢাকা পরের দুই ম্যাচে টানা জয় পেয়েছে।
বেক্সিমকো ঢাকা একাদশ: মুশফিকুর রহিম, রুবেল হোসেন, তানজিদ হাসান, নাসুম আহমেদ, নাইম শেখ, আকবর আলী, ইয়াসির আলী, সাব্বির রহমান, মুক্তার আলী, শফিকুল ইসলাম ও রবিউল ইসলাম রবি
গাজী গ্রুপ চট্টগ্রাম একাদশ: মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক), মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদুল হাসান জয়, শরীফুল ইসলাম, শামসুর রহমান শুভ, নাহিদুল ইসলাম, জিয়াউর রহমান ও রাকিবুল হাসান।