অবশেষে মুশফিকের শাস্তি

মাঠে সতীর্থের সঙ্গে অযাচিত ও অশোভন আচরণের জন্য মুশফিকুর রহিম ক্ষমা চেয়েছেন। আর বিসিবি তাকে জরিমানাও করেছে। ম্যাচ ফি’র শতকরা ২৫ ভাগ জরিমানা হিসেবে পরিশোধ করতে হচ্ছে মুশফিককে।
সোমবার, ১৪ ডিসেম্বর এলিমেনাটরি ম্যাচে মুশফিক ফিল্ডিংয়ের সময় সতীর্থ নাসুম আহমেদের দিকে দু’দুবার ঘুষি পাকিয়ে ছুটে আসেন। মাঠে তার এই মারমুখি আচরণে সবাই অবাক হয়ে যান। নাসুমও বিস্মিত হয়ে পড়েন। পরে অবশ্য নাসুমের পিঠে হাত বুলিয়ে মুশফিক পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালান। তবে পুরো ক্রিকেট বিশ্বে ততক্ষণে মুশফিকের সেই ঘুষি পাকিয়ে ছুটে আসার ছবি ভাইরাল হয়ে যায়।
মুশফিক ম্যাচের পরদিন তার এই অভাবিত আচরণের জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চান। নাসুমকে সঙ্গে নিয়ে হাসিমুখে ফেসবুকে ছবি পোস্ট দেন। নাসুমও সবকিছু ভুলে সামনের ম্যাচ নিয়ে পরিকল্পনার কথা জানান।
মঙ্গলবার, ১৫ ডিসেম্বর দুপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায়, মাঠে মুশফিকের অখেলোয়াড়চিত আচরণের জন্য দুই আম্পায়ার ম্যাচ রেফারি রকিবুল হাসানের কাছে রিপোর্ট করেন। সেই রিপোর্ট পর্যালোচনা করে ম্যাচ রেফারি তাকে বিসিবির বিধি বিধান ভঙ্গ করার অপরাধে ম্যাচ ফি’র শতকরা ২৫ ভাগ জরিমানা করেন। সেই সঙ্গে মুশফিকের নামের পাশে যোগ হয়েছে একটি ডি মেরিট পয়েন্ট। উল্লেখ্য নিয়ম অনুযায়ী কোন খেলোয়াড় চারটি ডি মেরিট পয়েন্ট হলে টুর্নামেন্টে একটি ম্যাচে নিষিদ্ধ হবেন।
ম্যাচ রেফারি জানান, মুশফিকের অপরাধের মাত্রাটা ক্রিকেট আইনের লেভেল ওয়ানের (২.৬) বিধিতে পড়েছে। এই অপরাধে কোন ক্রিকেটারকে সর্বনিম্ন শাস্তি হিসেবে ভৎসর্না শুনতে হয় এবং সর্বোচ্চ জরিমানা হিসেবে তার ম্যাচ ফি’র শতকরা ৫০ ভাগ কাটা হয়। সেই সঙ্গে যোগ হয় এক বা দুই ডি মেরিট পয়েন্ট।
মুশফিক তার বিরুদ্ধে আনা অভিযোগ ও শাস্তি মেনে নেয়ায় আর শুনানির প্রয়োজন পড়েনি।