হাকিমপুরে ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু

দিনাজপুরের হাকিমপুরে ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নয়ন হোসেন (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার ৮ টায় হাকিমপুর উপজেলার খট্টামাধবপাড়া ইউনিয়নের খট্টা গ্রামে ঘটনাটি ঘটেছে। নিহত নয়ন হোসেন খট্টা গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে।
হাকিমপুর থানা অফিসার ইনর্চাজ ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করে জানান , বুধবার রাতে খট্টা গ্রামে বন্ধুদের নিয়ে বাড়ির পাশে ব্যাডমিন্ট খেলার জন্য যায়। এসময় বিদ্যুৎ সংযোগ দেবার জন্য মেইন লাইনে তারে সংযোগ দিতে যান নয়ন হোসেন। বিদ্যুৎ লাইনে সংযোগের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়।