প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২১ ১৫:১৮

লিভারপুল-ম্যানইউ ম্যাচ ড্র

অনলাইন ডেস্ক
লিভারপুল-ম্যানইউ ম্যাচ ড্র

ক্লাব ফুটবলের সবচেয়ে বড় লড়াইগুলোর একটি হলো ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের মধ্যকার লড়াই। রোববার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে মুখোমুখি হয়েছিল এই দুইদল। তবে সেই লড়াইয়ে কেউ জেতেনি, কেউ হারেনি। ম্যানইউ ও লিভারপুলের মধ্যকার হাইভোল্টেজটি গোলশূন্য ড্র হয়েছে। 

অ্যানফিল্ডে অনুষ্ঠিত এই ম্যাচে আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা হলেও গোল করতে পারেনি কোনো দলই। ম্যাচের ১৭তম মিনিটেই এগিয়ে যেতে পারতো লিভারপুল। তবে রবের্তো ফিরমিনো শটটা লক্ষ্যে রাখতে ব্যর্থ হন। এর কিছুক্ষণ পর শাকিরির শটটা লক্ষ্যে থাকলেও ডিফেন্ডারের গায়ে লেগে যায়।

ম্যাচের ৭৫তম মিনিটে ব্রুনো ফার্নান্দেসের দুর্দান্ত শট ঠেকিয়ে দেন অ্যালিসন। তবে ম্যাচের সবচেয়ে বড় সুযোগটা ৮৩ মিনিটে পায় ইউনাইটেড। ডি-বক্সে পল পগবার শটটা ফিরিয়ে শেষ পর্যন্ত ক্লিনশিট অক্ষত রাখেন লিভারপুলের ব্রাজিলিয়ান গোলরক্ষক। 
ম্যাচের বাকি সময়েও আর গোল না হওয়ায় ড্র নিয়ে মাঠ ছাড়ে দুদল।

এ ড্রয়ের ফলে ১৮ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের শীর্ষেই আছে ম্যানইউ। আর সমান ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে লিভারপুলের অবস্থান চারে। 

উপরে