স্ক্যানে চোট ধরা পড়েনি সাকিবের
বিসিবির চিকিৎসক মঞ্জুর হোসেন জানালেন, সাকিবের কুঁচকির স্ক্যানে কোনো চোট ধরা পড়েনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বোলিংয়ের সময়ে ডান কুঁচকিতে যেটুকু চোট লেগেছিল, তিন দিনের পরিচর্যায় তা প্রায় সেরে গেছে।
উইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে বিশ্বসেরা ওয়ানডে অলরাউন্ডারের খেলার সম্ভাবনা দেখা দিয়েছে। মঞ্জুর বলেন, 'স্ক্যান রিপোর্ট ভালো এসেছে। শিগগিরই অনুশীলনে দেখা যাবে তাকে। আশা করছি, প্রথম টেস্ট থেকেই খেলতে পারবেন তিনি।'
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৩ থেকে ৭ ফেব্রুয়ারি টাইগারদের প্রথম টেস্ট। কুঁচকির পরিচর্যা করতে এখনও পাঁচ দিন সময় রয়েছে সাকিবের হাতে। শেষের দুই দিন লাল বলে অনুশীলন করতে পারলেই নিজেকে গুছিয়ে নিতে পারবেন দেশসেরা এ অলরাউন্ডার।
ফিট হলে ১৬ মাস পর সাদা পোশাক ও লাল বলের খেলায় দেখা যাবে তাকে। ২০১৯ সালের সেপ্টেম্বরে এই চট্টগ্রামেই আফগানিস্তানের বিপক্ষে শেষ টেস্ট খেলেন সাকিব। তার নেতৃত্বে যে ম্যাচে হেরেছিল বাংলাদেশ।
এদিকে, জাতীয় দলে প্রত্যাবর্তনের সঙ্গে সঙ্গে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতেও ফিরে গেলেন সাকিব। বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান জানান, জানুয়ারি থেকে কার্যকর হবে তার চুক্তি।