প্রকাশিত : ৬ ফেব্রুয়ারী, ২০২১ ১৮:৫১

আইপিএলের নিলামে শচীনপুত্র অর্জুন

অনলাইন ডেস্ক
আইপিএলের নিলামে শচীনপুত্র অর্জুন

মুম্বাই দলের হয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফির দলে সুযোগ পাওয়ায় অর্জুন টেন্ডুলকারের আইপিএল খেলার সম্ভাবনা দেখা দিয়েছিল। এবার তা বাস্তবে রুপ নিতে যাচ্ছে। ২০১৩ সালের মে মাসে শেষ আইপিএল ম্যাচ খেলেছিলেন শচীন টেন্ডুলকার। ঠিক ৭ বছর পর তার ছেলের আইপিএলে পদার্পনের সম্ভাবনা উজ্জ্বল হয়েছে।আইপিএলের আসন্ন চতুর্দশ আসরের নিলামে উঠছে অর্জুন টেন্ডুলকারের নাম। তার বেস প্রাইস ২০ লাখ রুপি। অর্জুন যখন আইপিএলে খেলার জন্য নাম নথিভুক্ত করছেন, ঠিক তখন আইপিএল নিলাম থেকে নাম তুলে নিয়েছেন অস্ট্রেলিয়ান মিচেল স্টার্ক এবং জো রুট। তবে আগামী আইপিএলের নিলামের অন্যতম চমক হলো নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা ভারতীয় পেসার শান্তাকুমারন শ্রীশান্তের উপস্থিতি।

২০১৩ সালে স্পট ফিক্সিংয়ের জন্য আজীবন নির্বাসিত হয়েছিলেন শ্রীশান্ত। পরবর্তীতে অনেক কাঠখড় পুড়িয়ে আদালতের নির্দেশে তিনি ক্রিকেটে ফেরার সুযোগ পেয়েছেন। সৈয়জ মুস্তাক আলি ট্রফিতে কেরালার হয়ে প্রত্যাবর্তনের পর ভালো পারফর্মও করেছেন।শ্রীশান্তের বেস প্রাইস ৭৫ লাখ রুপি। আইপিএলের নিলামে প্রত্যাবর্তন ঘটেছে বাংলাদেশ তারকা সাকিব-আল-হাসানের। যিনি সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্রিকেটারদের একজন। আগামী ১৮ ফেব্রুয়ারি চেন্নাইয়ে বসবে নিলামের আসর।

উপরে