প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২১ ১৭:১১

বাংলাদেশ-শ্রীলঙ্কার প্রথম টেস্ট ড্র

অনলাইন ডেস্ক
বাংলাদেশ-শ্রীলঙ্কার প্রথম টেস্ট ড্র

আশঙ্কাটা চতুর্থ দিনেই জেগেছিল। খেলা যে পর্যায়ে আছে তাতে করে বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টেস্ট ড্র হতে বাধ্য। পঞ্চম ও শেষ দিনে এসে সেই আশঙ্কাই সত্যি হয়েছে। বৃষ্টি এসে ম্যাচ ড্র করার কাজটা এগিয়ে দিয়েছে।

৩৩ ওভার শেষে দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ১০০ রান সংগ্রহ করে চা বিরতিতে যায় বাংলাদেশ। অতিথিরা তখন মাত্র ৭ রানে পিছিয়ে। ৯৮ বলে ১০ বাউন্ডারিতে ৭২ রান করে সেঞ্চুরির পথে ছিলেন তামিম। ক্যাপ্টেন মুমিনুল হক ২৩ রান দিয়ে তাকে সঙ্গ দিয়ে যাচ্ছিলেন। কিন্তু চা বিরতির পর খেলা শুরু হওয়ার আগেই পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হানা দিয়ে বসে বৃষ্টি। মাঠ ভেজায় থাকায় পঞ্চম ও শেষ দিনের শেষ সেশনের খেলা আর মাঠে গড়ানো সম্ভব হয়নি। ফলে দুদলই ড্র মেনে নেয়।

এনিয়ে দুই ইনিংসেই শতক মিস করলেন তামিম ইকবাল। প্রথম ইনিংসে জাদুকরী তিন অঙ্ক ছুঁতে ব্যর্থ হন মাত্র দশ রানের জন্য। এবার বৃষ্টির কারণে খেলা ফেল শুরু না হওয়ায় ৭২ রানের ইনিংসটাকে সেঞ্চুরিতে রূপ দিতে পারলেন না।

উপরে