প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২১ ১৫:০২

আবারো কোহলির রেকর্ড ভাঙলেন বাবর

অনলাইন ডেস্ক
আবারো কোহলির রেকর্ড ভাঙলেন বাবর

ব্যাট হাতে স্বপ্নের ফর্মে রয়েছেন পাকিস্তানি অধিনায়ক বাবর আজম। কদিন আগেই ভারতের অধিনায়ক বিরাট কোহলিকে হটিয়ে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেছেন বাবর। এছাড়া একের পর এক কোহলির রেকর্ড ভেঙে চলেছেন তিনি। এবার কোহলিকে টপকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম ২ হাজার রানকারী ব্যাটসম্যান হলেন পাকিস্তানি অধিনায়ক।

রোববার জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ৫২ রানের ইনিংস খেলার পথে দেশের হয়ে ২ হাজার রান পূরণ করেন বাবর। এই রান করতে বাবরের লেগেছে মাত্র ৫২ ইনিংস। এর আগে কোহলি ভারতের হয়ে টি-টোয়েন্টিতে ২ হাজার রান করেছিলেন ৫৬ ইনিংসে। এই তালিকায় তিন নম্বরে রয়েছেন অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ৷ ২০০০ রানে পৌঁছতে ফিঞ্চ নিয়েছিলেন ৬২টি ইনিংস।

পাকিস্তানের পক্ষে এখন পর্যন্ত ৫৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন বাবর। ৫২ ইনিংসে ৪৭.৩৩ গড়ে তার সংগ্রহ ২০৩৫ রান। অন্যদিকে ভারতের হয়ে ৮৯টি টি-টোয়েন্টি খেলেছেন কোহলি। ৮৪ ইনিংসে ৫২.৬৫ গড়ে তার সংগ্রহ ৩১৫৯ রান।  তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাবরের শতক থাকলেও কোহলি কখনো শতকের দেখা পাননি।

উপরে