নার্ভাস নাইনটিতে আবারও আউট তামিম
প্রথম টেস্ট ম্যাচের প্রথম ইনিংসেও হাকাতে পারতেন সেঞ্চুরি। এবারও নার্ভাস নাইনটিতে আউট হন তামিম। প্রাভিন জায়াউইকরামার বলে স্লিপে ক্যাচ দিয়ে বসেন তামিম। করেন ৯২। তবে ধীরে-সুস্থে শতকের পথে জাচ্ছিলেন তামিম। তামিম অর্ধশতক করেছিলেন মাত্র ৫৭ বলে।
এই প্রতিবেদন পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১৫১ রান। বাংলাদেশ পিছিয়ে আছে ৩৪২ রানে।

অনলাইন ডেস্ক