এবার ফিলিস্তিনের পতাকা ওড়ালেন পগবা

লেস্টার সিটির হয়ে এফএ কাপ জিতে ফিলিস্তিনের পতাকা উড়িয়েছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরী। ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়াতে তার সঙ্গে ছিলেন সতীর্থ ওয়েসলি ফোফানা।
এবার ফিলিস্তিনের আর্তমানবতার সঙ্গে সংহতি প্রকাশ করলেন পল পগবা। ফুলহ্যামের সঙ্গে ১-১ গোলে ড্র শেষে ফিলিস্তিনের পতাকা হাতে ল্যাপ অব অনার দেন ম্যানচেস্টার ইউনাইটেডের ফরাসি এই তারকা স্ট্রাইকার। ইসরাইলি হামলার প্রতিবাদ জানাতে পগবার সঙ্গে ছিলেন ম্যানইউয়ের আরেক মুসলিম ফুটবলার আমাদ দিয়ালো ত্রায়োরে।
তবে এজন্য অবশ্য পল পগবাকে জরিমানা দিতে হচ্ছে না। যেমনটা শাস্তি পাননি হামজা চৌধুরী ও তার সতীর্থ ফোফানা।